ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো বা কিভাবে ফিরে পাবো করণীয় কি?

ফ্রেন্ডস আজকে আমরা জানবো যে, আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো বা ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে ফিরে পাবো। অনেকেই এমন আছে যে তার নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যায়। ফেসবুক আজকের যুগে প্রতিদিন এটার প্রয়োজন প্রায় সবারই হয়।এই FB আইডি এর  মধ্যে আমাদের অনেক বন্ধুরা থাকে। তাই আমরা চায়না এই আইডি হারাতে। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে এটি সহজেই আপনি পেয়ে যাবেন একদম সিম্পল  স্টেপ ফলো করলেই হয়ে যাবে চলুন তাহলে জেনে নেয়া যাক।

NOTE - এর জন্য কিন্তু আপনার কাছে শুধু যে মোবাইল নাম্বার দিয়ে FB খুলেছেন সেই সিম  থাকলেই হবে।যদি সিম না থাকে তাহলে আর খুলতে পারবেনা,  কারণ আপনি যে মোবাইল নম্বর দিয়ে ফেসবুক খুলেছিলেন সেই নাম্বারে একটি OTP যাবে বা একটি SMS আসবে তাতে কোড লেখা থাকবে সেই কোড টি দরকার পড়বে।

➡️OTP মানে কি এর কাজ কি ?  ( জানার জন্য এই পোস্ট টি পড়ুন )

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়?


1st step:

প্রথমে আপনার মোবাইল এর ক্রোম  ব্রাউসার (chrome  browser ) খুলুন। তারপর গুগল এ ফেসবুক লিখে সার্চ করুন । ফেসবুকের লগইন পেজ  এ আসুন।
for example:

facebook password vule gele ki korbo

এই পেজ খোলার পর '''forgotten password''এ ক্লিক করুন

2nd step:

তারপর সামনে এইরকম পেজ দেখতে পাবে |↓↓↓↓↓↓↓↓↓↓

for example:
facebook password vule gele kivabe janbo
এখানে আপনার যে নাম্বারে ফেসবুক একাউন্ট খোলা ছিল সেই নাম্বার টা দিতে হবে

3rd step:

সার্চ দেয়ার পর যে পেজ টি খুলবে সেখানে আপনার একাউন্ট দেখতে পাবেন

For example:↓↓↓↓↓↓↓↓
ফেসবুক আইডি রিকভার,নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায়



For example :  এখানে 6 digit code লিখুন 

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি কি করব

তারপর  continueএ ক্লিক করুন সামনে একটা পেজ খুলে যাবে
for example:
facebook password change korbo kivabe, facebook password vule gele ki korbo
এবার এখানে আপনার নতুন পাসওয়ার্ড ইচ্ছেমতো দিন তারপর continue এ ক্লিক করুন  দেখুন আপনার ফেসবুক খুলে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে

NOTE- যদি আপনার EMAIL ID দিয়ে ফেসবুক খোলা থাকে তাহলেও  SAME প্রসেস এবং আপনার ইমেইল এড্ড্রেস একটি OTP কোড যাবে বাকি সব একই ভাবে যেভাবে দেখানো হয়েছে ।

CONCLUSION/উপসংহার

আজকের টিউটোরিয়াল এ facebook password  ভুলে যাওয়া নিয়ে যত প্রশ্ন আছে সমস্ত সমস্যার সমাধান দেয়া হয়েছে এবং এ নিয়ে যদি তেমন কর্ণ প্রব্লেম ফেস করে থাকেন তাহলে কমেন্ট বাক্স এ জানাবেন ।

মন্তব্যসমূহ

  1. আমার সিমে এস এম এস আসেনা এখন আমি কি করবো

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. apnar mobile te je number diye apni fb khulechen sei number te code ti jabe...jodi na paren tahole amke sms koro

      মুছুন
  3. amar fb re two factor security deya ace..&ami amr password vule geci..forgotten password option a try korci bt kaj hoitace na...ki kora jai

    উত্তরমুছুন
  4. আমি এইভাবেই অনেক বার চেষ্টা করেও পারছি না। কোড নম্বর ফোনে আসছে না

    উত্তরমুছুন
  5. আমার ফেসবুক একাউন্ট হ্যাক করেছে কেউ? আমি কিভাবে একাউন্টটি ফিরে পাব?

    উত্তরমুছুন
  6. আমার ফেসবুক আইডি হেক হয়েচে আমি একন কি করে আইডি পেরত পাবো ফেসবুক আইডি একনো কুলা আচে এই আইডি টা আমি অন্য আইডি তেকে দেকচি

    উত্তরমুছুন
  7. Ami apni jevabe bolecen thik sevabe korar porew onno 1ti paze ase to sekhane choie colection name file ase to akn ki korbo...???

    উত্তরমুছুন
  8. Sir amr ei numbare jodi apni khule thiten thole ami onek happy hoitam.....01312114264...vai plz

    উত্তরমুছুন
  9. Ami amr id te two factor authentication on kore rakhclam.akhn id er password vule gci.kuno vabei log in korte parc na.plzz help me

    উত্তরমুছুন
  10. ami to GMail add diye khulci id kin2 password thik moto dewyr por o boltece incorrect ki krbo ekhn

    উত্তরমুছুন
  11. আমি ও এই বাভে চেষ্টা করলাম পাচ্চিনা

    উত্তরমুছুন
  12. Vai amar id ase kintu sim je cod asar ktha sei kcod tw ase na....ami akhn ki kre id fire pabo?

    উত্তরমুছুন
  13. যে সিম দিয়ে ফেসবুক খেলা সেইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি পাসওয়ার্ড ফিরে পাওয়া সম্ভব..?

    উত্তরমুছুন
  14. ভাইয়া তাহলে তো পাসওয়ার্ড change করা বোঝায়।আচ্ছা আমি তাই করব।করার পরে কী কোন সমস্যা হবে?

    উত্তরমুছুন
  15. আমি নম্বর দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমাকে নতুন করে আবার একাউন্ট খুলতে বলে।যে আইডির password ভুলে গিয়েছি সেটা আসেনা।এর জন্য আমি কি করব আমাকে সাহায্য করুন প্লিজ

    উত্তরমুছুন
  16. accoun number দেয়ার প‌রে কোড বসানোর পেজ আসে না

    উত্তরমুছুন
  17. আমার কাছে কোনো এসএমএস আসেনা আমি একোন কি করতে পারি

    উত্তরমুছুন
  18. Amr namr diya dici vai kintu sms astace na to

    উত্তরমুছুন
  19. আমার নাম্বার আছে তার পরও আইডি আসে না একন আমি কি করবো

    উত্তরমুছুন
  20. Bhai ami amr number dewar por o bolche j number ta diye kono fb account khula hoi nai,amr 2 ta id nije nije log out hoye gese r amr password o bhul chilo na kintu password dicchi hocche na r forget password dewar por o asche na kichu

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন