কম্পিউটার কি এর বিভিন্ন অংশের নাম কাজ ও ছবি ডেক্সটপ কম্পিউটারের দাম ২০১৯ পরিচিতি

কম্পিউটার কি

কম্পিউটার কি

কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস এটি একটি programable মেশিন এর মানে হলো এটি প্রোগ্রাম যুক্ত নির্দেশে তালিকা অনুযায়ী কাজ করতে পারে।
এটি ইউজারের কাছ থেকে কোনরকম ডাটা Input করে এবং প্রোগ্রাম অনুসারে সেটিকে Processing করে আউটপুটে তার রেজাল্ট দেখায়।

Computer এই শব্দটি ল্যাটিন ভাষার 'Compute' শব্দ থেকে এসেছে  যার মানে 'Calculate' অর্থাৎ গণনা করা

এখানে এটা ভাববেন না যে  Keyboard কিংবা Mouse মনিটরকে নয় এইসবগুলি একসাথে কম্পিউটার বলা হয় না।  কিন্তু তবুও কম্পিউটারকে বোঝাতে এই সবগুলি কে উল্লেখ করা হয়।

 পুরো কম্পিউটার টি নির্ভর করে রাখে তাকে বলা হয় সিস্টেম ইউনিট (system unit ) এটিকে একটি বক্স হিসেবে উল্লেখ করা হয়।
সিস্টেম ইউনিট হলো কম্পিউটার ডেস্কটপের প্রধান অংশ এরমধ্যে Mother board ram cpu এবং অন্যান্য কম্পোনেন্ট রয়েছে।

যদি এখানে এখনও এই সিস্টেম ইউনিটি (System Unit )কি এটি আপনার কাছে পরিষ্কার না হয়ে থাকে তাহলে এই উদাহরণটি দেখুন।

ধরুন, আপনার Computer  খারাপ হয়ে গেছে এবং মেকানিক আপনাকে বললেন যে কম্পিউটারটি সাথে করে নিয়ে এসো ।আপনি হয়তো কনফিউজ হয়ে যাবে যে ওর সাথে করে নিয়ে যেতে হবে কিনা। কিন্তু যদি মেকানিক আপনাকে বলে যে সিস্টেম ইউনিট নিয়ে এসো। তাহলে আপনার কাছে পরিষ্কার যে শুধুমাত্র Computer ডেস্কটপ নিয়ে আসতে বলা হয়েছে।

এটি ব্যবহার করে আপনি অনেক জটিল কাজগুলো সহজে আপনি কিছু সেকেন্ডের মধ্যেই করতে পারবেন
এটি আমাদের থেকে নির্দেশ দেয় এবং সেটি প্রসেসিং (Processing) করে তার রেজাল্ট আমাদের দেখায়



কম্পিউটারের বিভিন্ন অংশের নাম

কম্পিউটারের বিভিন্ন অংশের নাম নিচে উল্লেখ করা হয়েছে, 

KEYBOARD (কিবোর্ড)

এটি একটি Input ডিভাইস এর সাহায্যে আপনি কম্পিউটারে কোন টেক্সট (Text) ইনপুট করতে পারবেন এতে 104 টি     সুইচ রয়েছে এবং ফাংশন key রয়েছে যার সাহায্যে কম্পিউটারে কিছু ফাংশন আপনি সিলেক্ট করতে পারবে।

MOUSE (মাউস)

মাউস এটি একটি কম্পিউটারের (Input) ডিভাইস যার সাহায্যে আপনি  কোন কিছু সফটওয়্যার অনে আপনি ক্লিক (Click) করতে পারবেন সেটিকে ডিলিট(Delete) করা ফাইল কপি করা পেস্ট করা সমস্ত কিছু কন্ট্রোল আপনি মাউসের সাহায্য করতে পারবেন ঠিক যেমন- আমরা আমাদের মোবাইলের স্ক্রিন টাচ (Screen touch) করে আমাদের আঙ্গুলের দ্বারাই ঠিক তেমনি এর কাজ কিছু Click করা কিংবা কোন কিছু ডিলিট করা এতে দুটি সুইচ এবং একটি হুইলস মানে চাকার সাহায্যে কোন কিছু ক্লিক করা ডিলিট করতে পারবেন কিংবা কপি করা ইত্যাদি এসব করতে পারবে।

MONITOR (মনিটর)
মনিটর এটি একটি (Output) ডিভাইস এতে আপনি কম্পিউটারে থাকা সবকিছু আপনি যেমন  সফটওয়্যার কোন রকমের আইকন ফটো ইমেজ ভিডিও এবং যা আপনি কাজ করবেন সবকিছু আপনি দেখতে পাবেন এই মনিটরের সাহায্যে।

SPEAKER (স্পিকার)

স্পিকার এটি একটি Output ডিভাইস
আপনি কম্পিউটারের যাবতীয় SOUND (শব্দ) যেমন mp3 অডিও ভিডিও সাউন্ড সমস্ত সাউন্ড আপনি বা শব্দ আপনি স্পিকার এর সাহায্যে শুনতে পারবেন।

PRINTER (প্রিন্টার)

এটি একটি Output 
ডিভাইস এর সাহায্যে আপনি কম্পিউটার থেকে কোনোরকমের যেন ডকুমেন্ট কোনোরকমের টেক্সট কিংবা ফটো প্রিন্ট করতে পারবেন।

MICROPHONE (মাইক্রোফোন)

 একটি Input ডিভাইস এর সাহায্যে আপনি আপনি ভয়েস রেকর্ড করতে ব্যবহার করা হয়।

কম্পিউটারের হার্ডওয়্যার এর কয়টি অংশ ও কি কি

Basics যে অংশগুলি কম্পিউটার এর হার্ডওয়্যার এর মধ্যে দেখা যায় সেগুলি হলো  

  • Cpu ( Central Processing Unit )
  • Ram (Randome access memory)
  • Hard Disk
  • Floppy
  • Power Supply
  • Coolin Fan
  • Video Card
  • Motherboard
  • Optical Drive

কম্পিউটারের বিভিন্ন অংশের ছবি ও নাম পরিচিতি

কম্পিউটার এর বিভিন্ন অংশের নাম ও ছবি
কম্পিউটারের বিভিন্ন অংশের ছবি ও নাম

কম্পিউটারের বিভিন্ন অংশের দাম ২০১৯

কম্পিউটার বলতে যদি আপনি কোন কম্পিউটার সেট-আপ কিনতে চান মানে Mouse,keyboard মনিটর এগুলো   এমন পার্টি বিভক্ত থাকে computer নিতে চাইলে সাধারণত নরমাল সিপিইউ গুলি কুড়ি একুশ হাজার এর কাছাকাছি   লেগে যাবে।

আপনি অনেক ভিন্ন ভিন্ন দামের CPU পেয়ে যাবেন কিন্তু ফ্রেন্ড এর উপর নির্ভর করে যে আপনার প্রসেসর কোন  কোম্পানির,কত কোর (CORE) এর CLOCK SPEED,ইত্যাদি। কোম্পানি যেমন ইন্টেল, এএমডি (AMD),এই দুটি প্রসেসর খুব বেশি জনপ্রিয় বাজারে। এখানে ইন্টেল প্রসেসর দাম বেশি পড়ে যাবে, কারণ এর পারফরম্যান্স ভালো।অন্যদিকেদিকে AMD প্রসেসর ইন্টেল এর থেকে কম দামি কিন্তু এর কাজ ও ভালো। দাম বেশি হওয়ার কারণ নির্ভর করে ওর যে আপনার সিপিইউ বা প্রসেসর কত  করে এর যত বেশি করে হবে ততই ভালো যেমন ডুয়াল কোর Quad-core ইত্যাদি এবং এগুলো মাথায় রাখতে হবে   আপনি Computer এর সিপিইউ নিতে যাবেন।

⇒CPU সিপিইউ কি এর কাজ কি বিভিন্ন অংশের নাম ?

মাউস বাজারে তো অনেক কোম্পানির Mouse পাওয়া যায় অনেক রকমের Wireless সাধারণত অয়েলের দাম একটু বেশি  হয় 400-500 এছাড়া নরমাল মাউসের দাম 100-150 এর মধ্যে আপনি পেয়ে যাবেন।

কিবোর্ড অনেক কোম্পানির আপনি পেয়ে যাবেন ভালো Company-র নিতে গেলে আপনার দাম পড়ে যাবে প্রায় দেড় হাজার 2000. এছাড়াও ওয়ারলেস কিবোর্ড পাওয়া যায় এগুলো খুব Costly হতে পারে তবে ভালো কোম্পানির নিতে গেলে 2000-3000. এবং নরমাল আপনি কোন কোম্পানির যদি নিতে চান 500-700-900 এর মধ্যে পেয়ে যাবেন।

মনিটর মানে হল আপনার স্ক্রীন (screen) এর দ্বারা আপনি সব কিছু দেখতে পাবেন Computer রের ফটো সমস্ত আইকন সমস্ত কিছু এর দ্বারাই আপনি দেখতে পাবেন এর দাম Normal আপনি নিতে গেলে আপনার 4000 পর্যন্ত আপনি পেয়ে যাবেন এর মধ্যে কোয়ালিটি আছে স্ক্রীন সাইজ বড় দরকার হলে বেশি প্রাইস পড়ে যাবে।

CONCLUSION 

আশাকরি কম্পিউটারের বিভিন্ন অংশের নাম কম্পিউটার কি বিভিন্ন অংশের ছবি এর দাম এসব সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে ভালো লেগে থাকলে। এই আর্টিকেল টি শেয়ার(share) করুন আপনার বন্ধুদের কাছে এবং কোন কিছু জিজ্ঞেস করা থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন

মন্তব্যসমূহ

  1. কিছু হলও জানলাম,, ধন্যবাদ 😍🥰

    উত্তরমুছুন
  2. আমার কম্পিউটার এর তার ইঁদুর কাটছে তারগুলা কি আমি পরিবর্তন করতে পারব

    উত্তরমুছুন
  3. কম্পিউটার কি এর বিভিন্ন অংশের নাম কাজ ও ছবি ডেক্সটপ কম্পিউটারের দাম ২০১৯ পরিচিতি >>>>> Download Now

    >>>>> Download Full

    কম্পিউটার কি এর বিভিন্ন অংশের নাম কাজ ও ছবি ডেক্সটপ কম্পিউটারের দাম ২০১৯ পরিচিতি >>>>> Download LINK

    >>>>> Download Now

    কম্পিউটার কি এর বিভিন্ন অংশের নাম কাজ ও ছবি ডেক্সটপ কম্পিউটারের দাম ২০১৯ পরিচিতি >>>>> Download Full

    >>>>> Download LINK r9

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন