CID এর পুরো নাম ( পূর্ণরূপ ) কী ? এর কাজ কি

CID  এর পূর্ণরূপ :

CRIME INVESTIGATION DEPARTMENT
( বা বাংলায়  যাকে বলা হয়  অপরাধ তদন্ত বিভাগ )

CID ER PURO NAME KI, ER KAJ KI,CCID এর পূর্ণরূপ কি

CID  এর   উদ্দেশ্য  হলো  অপরাধীর  তদন্ত  করা। এটি  ভারতীয়  রাজ্য পুলিশের একটি  তদন্ত  ও গোয়েন্দা  বিভাগ। CID দের কোনোরকম UNIFORM বা ড্রেস থাকেনা। পুলিশ  কমিশনের  সুপারিশ  অনুসারে  দেশে  আইনশৃঙ্খলা  রক্ষার  জন্য ১৯০২ (1902) সালে ব্রিটিশ সরকার গঠন করেছিল।



 CID এর কাজ কি ?

সিআইডির  মূল  কাজ  হচ্ছে  ধর্ষণ,  হত্যা, চুরি , ডাকাতি  ইত্যাদি  অপরাধমূলক  মামলাগুলি  তদন্ত  করা। এটি ঘটনা, প্রমাণমূলক অপরাধ  এবং  প্রতারণার  প্রমাণ  এবং  অপরাধীদের  ধরতে  এবং  অবশেষে  আদালতে  প্রমাণের সাথে  অভিযুক্তকে  উপস্থাপন  করে। এই  তদন্ত  একাধিক  শহর,  এবং  অপরাধের  স্তরের  উপর  নির্ভর  করে  রাজ্য বিস্তার  করতে  পারেন। সিআইডির (CID) দল  মামলা  তদন্তের জন্য  স্থানীয়  পুলিশের  সহায়তাও  নিয়ে থাকেন ।

মন্তব্যসমূহ