থাম্বনেইল কি? - youtube er jonno thumbnail banabo kivabe - মোবাইল দিয়ে থাম্বনেইল কিভাবে বানাবেন ??

Thumbnail ki - থাম্বনেইল কি?


থাম্বনেইল মানে হলো একটি ফটো বা চিত্র যাকে  আপনি পোস্টার ও বলতে পারেন।

ইউটিউব ওপেন করলেই দেখবেন আমাদের সামনে যে সমস্ত ভিডিও চলে আসে সেই ভিডিওর উপরে আমরা একটি ফটো টাইপের দেখতে পাই এবং সেই ফটোর উপরে কিছু না কিছু লেখা থাকে ভিডিওটির সম্বন্ধে সেটিকেই থাম্বনেইল বলা হয়।

 এটি ভিডিও এর মধ্যে থাকে না এটিকে বানাতে হয় আলাদা করে এর নির্দিষ্ট একটি সাইজও থাকে এবং এটিকে আলাদা করে কোনো ফটো এডিটর এর মাধ্যমে বানাতে হয়।

আসলে ভিডিও এর Thumnail দেখেই বোঝা যায় ভিডিও টি কিসের কোন ক্যাটাগরি এর ইত্যাদি।
এইজন্য থাম্বনেইল ভিডিও এর জন্য খুব ই জরুরি।

এটিকে সিম্পল আপনি আপনার এন্ড্রোইড  মোবাইল দিয়ে বানাতে পারবেন কিভাবে করবেন নিচে বলা হয়ে। 

EXAPMLE: দেখুন এই ফটো তে যেগুলি দেখতে পাচ্ছেন।

মোবাইল দিয়ে থাম্বনেইল কিভাবে বানাবেন



মোবাইল দিয়ে থাম্বনেইল কিভাবে বানাবেন ?


এর জন্য আপনাকে প্লে স্টোরে থেকে একটি আপা ডাউনলোড করে নিতে  হবে  PicsArt নামের এই app টি ।
এরপর app টি open করুন  এবং Pic Canvas  নামের অপসন টি ক্লিক করে একটি সাইজও এর সাদা পেজ সিলেক্ট করে নিতে হবে সাইজও টি হলো 1280×720 
for example:


মোবাইল দিয়ে থাম্বনেইল কিভাবে বানাবেন

Select করার পর ওই পেজ এ আপনার ভিডিও এর টাইটেল টি লিখে দেবেন আপনার ইচ্ছে মতো এডিট করে তারপর সেভ করে নেবেন

মোবাইল দিয়ে থাম্বনেইল কিভাবে বানাবেন


এই Size এর পেজ টির মধ্যে আপনি ইচ্ছে মতো সাজাতে পারেন আসলে এটিই ইউটুবে থাম্বনেইল এর Size 1280×720.

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন