ফ্রেন্ডস আজকে আমি আপনাদের বলবো সমস্ত সিমের PUK কোড এর বেপারে, যদি আপনিও জানতে চান তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য খুব হেল্পফুল হবে সমস্ত সিমের পুক কোড যেমন এয়ারটেল ভোডাফোন জিও BSNL IDEA ব্লক সিম কে পাক কোড দ্বারা কিভাবে খুলবেন| আসুন প্রথমেই জেনে নিয় যে PUK কোড এর পূর্ণরূপ বা পুরো নাম Personal Unblocking Key. এটি একরকমের KEY এটি সিম এর অপ:ব্যবহার এর হাত থেকে রক্ষা করে |
আপনি কি জানেন আমাদের মোবাইলে সিমের এরকম problem sim puk blocked puk code সমস্যা হওয়ার কারণ কি?
কারণ হলো, যখন আমরা আমাদের সিমের সিকিউরিটি বা পাসওয়ার্ড লাগিয়ে রাখে ঠিক যেমন আমার মোবাইলের লক স্ক্রীন লক করার জন্য যে পাসওয়ার্ডটা লাগিয়ে রাখি মোবাইলে সুরক্ষার জন্য ঠিক তেমনি আমরা সিম কার্ডের Password লাগিয়ে রাখতে পারি সিমের সুরক্ষার জন্য। যাতে অন্য কেউ আপনার এই সিমটি ব্যবহার করতে না পারে, যদি হারিয়ে যায় কিংবা অন্য কেউ আপনার Sim টি ব্যবহার করতে চায় তাহলে যখন সে আপনার সিমটি তার মোবাইলে ব্যবহার করতে যাবে, তখন আপনার দেওয়া ওই পাসওয়ার্ডটি চাইবে। সে যদি ভুল পাসওয়ার্ড বারবার দেয় এবং এর ফলে সিম কার্ড ব্লক হয়ে যায়।
আমাদের ক্ষেত্রে এমন হয় যে, আমরা সিমে পাসওয়ার্ড লাগিয়ে রাখি এবং যখনি মোবাইল সুইচড অফ করে আবার যখন ওপেন করি থেকে সিমের পাসওয়ার্ডটি চেয়ে থাকে এবং আমরা ভুলভাল পাসওয়ার্ড বারবার দেওয়ার ফলে আমাদের Sim কার্ডটি ব্লক হয়ে যায়। এবং আমাদের কাছে থেকে Puk Code চাই।
কারণ হলো, যখন আমরা আমাদের সিমের সিকিউরিটি বা পাসওয়ার্ড লাগিয়ে রাখে ঠিক যেমন আমার মোবাইলের লক স্ক্রীন লক করার জন্য যে পাসওয়ার্ডটা লাগিয়ে রাখি মোবাইলে সুরক্ষার জন্য ঠিক তেমনি আমরা সিম কার্ডের Password লাগিয়ে রাখতে পারি সিমের সুরক্ষার জন্য। যাতে অন্য কেউ আপনার এই সিমটি ব্যবহার করতে না পারে, যদি হারিয়ে যায় কিংবা অন্য কেউ আপনার Sim টি ব্যবহার করতে চায় তাহলে যখন সে আপনার সিমটি তার মোবাইলে ব্যবহার করতে যাবে, তখন আপনার দেওয়া ওই পাসওয়ার্ডটি চাইবে। সে যদি ভুল পাসওয়ার্ড বারবার দেয় এবং এর ফলে সিম কার্ড ব্লক হয়ে যায়।
আমাদের ক্ষেত্রে এমন হয় যে, আমরা সিমে পাসওয়ার্ড লাগিয়ে রাখি এবং যখনি মোবাইল সুইচড অফ করে আবার যখন ওপেন করি থেকে সিমের পাসওয়ার্ডটি চেয়ে থাকে এবং আমরা ভুলভাল পাসওয়ার্ড বারবার দেওয়ার ফলে আমাদের Sim কার্ডটি ব্লক হয়ে যায়। এবং আমাদের কাছে থেকে Puk Code চাই।
এভাবে আমাদের সিম কার্ড ব্লক হয়ে যায়।
চলুন এবারে জেনে নেয়া যাক আপনার সিম এর পাক কোড কিভাবে জানবেন।
চলুন এবারে জেনে নেয়া যাক আপনার সিম এর পাক কোড কিভাবে জানবেন।
পাক কোড জানার উপায়:
- যে সিম এ আপনার CODE চাচ্ছে যে কোম্পানি এর SIM.(যেমন- airtel,idea,vodafone,jio,) ওই কোম্পানির SIM থেকেই CALL টি করতে হবে 198 নম্বরে বা কাস্টমার কেয়ার নাম্বারে।
- ধরুন যদি এয়ারটেল সিম এ এই সমস্যা হয়ে থাকে আপনার তাহলে অন্য এয়ারটেল সিম থেকে CUSTOMER CARE এ ফোন করুন 198.
- CARE এ ফোন লাগার পর বলবেন -- আমার AIRTEL এ পাক ব্লক কোড চাচ্ছে , তারপর আপনি আপনার MOBILE NUMBER বলবেন। এবং যাচাই করার জন্য আপনার ID PROOF নেবে এর জন্য ওই সিম কেনার সময় যে ID PROOF দিয়েছিলেন সেটি কাছে রাখবেন। তারপর ওখান থেকে বলে দেবে একটা CODE আর সেটি আপনার সিম এ যেখানে চাচ্ছে সেখানে পাসওয়ার্ড টা দিন। PROBLEM SOLVE.
NOTE -- তারপর ও বার বার এই কোড চাইবে আপনার মোবাইল সুইচ স্টপ করে আবার যখন খুলবেন তখন এর জন্য আপনার মোবাইল এর সেটিং এ গিয়ে SIM CARD LOCK OPTION এ যাবার পর ওই পিন নাম্বার টা দিয়ে SIM CARD UNLOCK করে দিন |
CONCLUSION/উপসংহার
আজকে আমরা জানলাম যে সিম ব্লক হয়ে গেলে তা কিভাবে খুলবেন সম্পূর্ণ স্টেপ BY স্টেপ বোঝানো হয়েছে যদি কোনো প্রব্লেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট BOX এ জানাবেন |
CONCLUSION/উপসংহার
আজকে আমরা জানলাম যে সিম ব্লক হয়ে গেলে তা কিভাবে খুলবেন সম্পূর্ণ স্টেপ BY স্টেপ বোঝানো হয়েছে যদি কোনো প্রব্লেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট BOX এ জানাবেন |
ভাই gp হলে কি করব
উত্তরমুছুনএকই ভাবে আপনি জিপি কাস্টমার কেয়ার তে ফোন করে বলুন আপনার সিমটি ব্লক হয়ে গেছে।
মুছুনআমার সিম কাট লকহয়েছে
মুছুনজি
মুছুন01784433652
মুছুনবাংলাদেশর বাংলালিন্ক সিম এ কি করব
উত্তরমুছুনomg bro
উত্তরমুছুন01931658458
মুছুনআমার একটা সিম পাক ব্লকড হয়ে গেছে।
মুছুনআমি কিভাবে খুলতে পারি। প্লিজ দয়া করে একটু সহযোগিতা করবেন।ধন্যবাদ
আমার সিম থেকে কল যায় না
উত্তরমুছুনকানো
মুছুনরবি সিমে নেটওয়ার্ক আসেনা
উত্তরমুছুনআমার একটা রবি সিম ভুল পিন কোড দেওয়ায় বল্ক হয়েছে এখন কিভাবে খুলবো,আফিসে কল দিয়েছি তারা বললো রিপ্লেস করে নিতে
উত্তরমুছুনআমার সিম লক হয়েছে আমি কীভাবে তা অনলক করতে পারি
মুছুনPuk block, খুলবো কুভাবে
মুছুন01870324600
মুছুনআমার বাংলারিংক সিমটা ব্লক হয়েগেছে এখন আমি কি করবো। আর আমি জার থেকে সিমটা কিনসিলা।এখন আমার সিমটা নষ্ট হয়েগেছে তার পর তুলতে গিয়েছিলাম জানতে পারি সিমটা আমার নামার না। তাই এখন সিমটা তুলতে পারছিন। এখন কি করবো এটু জদিবলেদিতেন খুব ভালো হতো আর আমার সিমটা কি ভাবে ব্লক খুলবো এটু জদি বলেদিতেন
উত্তরমুছুনআমার গ্রামীণ ফোনে সিম ব্লক হয়ে গেছে আমার সিমের পাসওয়ার্ড জানি না। আমার সিমের লাম্বার 01791284988
উত্তরমুছুনআমার সিম টি একেবারে ব্লক হয়ে গিয়েছে এখন কি করবো
মুছুনস্যার হটাৎ আমার ০১৬২৬৮৩৭০৪৭ উক্ত এয়ারটেল সিম ব্লক হয়ে গেছে এখন ওপেন করতে গেলে পাক কোড চাচ্ছে সো আমার উক্ত সিমের পাক কোড জানা নেই এখন কিভাবে সমাধান করব?
উত্তরমুছুন01891839848
উত্তরমুছুন01891839848
উত্তরমুছুনআমার ছিমে লক খুলেনা
মুছুন01891839848
আমার রবিছিম
উত্তরমুছুনAmar Garamin Sim, so Sim ti Lock hoycai Please Lockti khole din. Sim no:01315841982.
উত্তরমুছুনAmar airtel sim card e pin code vul deoyar karone akebare blk hoye gece akon ami ki korbo plz bolun amar sim cardti proujon
উত্তরমুছুনআমরা অনেক সময় দেখা যায় কোন কারনে সিমে পিন লক আটকে ফেলি তখন পিন ও পাক কোড লাগে ছাড়াতে,
উত্তরমুছুনসিমের এই পিন লক খুব সহজে সারাতে নিচের লিংকে ক্লিক করুন সিম লক খুলুন সহজেই, পিন ও পাক কোড জানার উপায়!
সিমটা পাক ব্লক হয়েগেছে
মুছুন01704027859
উত্তরমুছুন198 nmb a call tu jai na
উত্তরমুছুনআমার সিমটি ব্লক হয়ে গেছে কি করব?
উত্তরমুছুনআমার রবি সিম ব্লক হয়ে গেছে পিন এবং পাক দুইটায় ব্লক হয়ে গেছে এখন আমি কি করবো
উত্তরমুছুন