paytm kyc kivabe korben? | mini kyc | full kyc ?

paytm ব্যবহার কারীদের  জন্য  kyc (know your customer) করা  অনিবার্য। আর  paytm  kyc করে  কাস্টমার  অনেক  লাভ  পেয়ে  থাকেন। যদি  আপনি paytm থেকে  online এর  কাজ  করে  থাকেন  তাহলে  এই  টিউটোরিয়া  আপনার  জন্যে।

paytm kyc kivabe korbo


এছাড়াও paytm full  kyc করার ফলে আপনি কি সুবিধা পাবেন সেটিও জানতে পারবেন।

paytm kyc কী?


এটি বিভিন্ন সংস্থায় cutomer এর  পরিচয় পত্র verify করার জন্য নেওয়া হয়ে থাকে।
আসলে ব্যাংক-বীমা-company সমস্ত জায়গায় গ্রাহকদের সেবা দেওয়ার আগে তার পরিচয় পত্র আর তার address নিয়ে থাকেন।

KYC ভেরিফিকেশনের জন্য ভারত সরকার (indian goverment) adhar card কে অনিবার্য করে দিয়েছে মানে বেশি মাত্রায় প্রাধান্য দিয়েছেন।

এছাড়াও আপনি প্যান কার্ড, DRIVING লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট এইসব ডকুমেন্টস দিয়েও KYC ভেরিফিকেশন করতে পারবেন।

PAYTM FULL কেওয়াইসি করার পর যে সুবিধা গুলো পাবেন ↓

আপনার পেটিএম ওয়ালেট VERIFY করার পর আপনি পেটিএম কেওয়াইসি CUSTOMER হয়ে যাবেন অর্থাৎ
আপনার পেটিএম ওয়ালেট আপনার আধার কার্ডের সাহে LINK হয়ে গেছে।
 এবং এর ফলে যে সুবিধাগুলি আপনি পাবেন ↓
  1.  আপনার পেটিএম ওয়ালেট UPDATE হয়ে যাওয়ার পর আপনি প্রতিমাসে 10000 থেকেও বেশি লেনদেন  করতে পারবেন।
  2. pytm wallet এ 1 লাখ পর্যন্ত  টাকা রাখতে পারবেন। 
  3.  এখন আপনি একজন পেটিএম কেওয়াইসি কাস্টমার,সুতরাং  আপনাকে SPECIAL OFFER  বেশি দেওয়া হবে ।
  4.  PAYTM PAYMENT BANKএ  খাতা খোলা সুবিধা পেয়ে যাবেন।
পেটিএম কেওয়াইসি 3 ধরনের হয়।
  1. MINI KYC
  2. SELF KYC
  3. FULL KYC

  MINI KYC কিভাবে করবেন ?

  • সব থেকে আগে আপনাকে পেটিএম APP ডাউনলোড করতে হবে এবং এটি open করুন।
  • এরপর  কেওয়াইসি আইকনের উপর CLICK করুন সামনে কিছু আইডি দেখাবে আপনি যে ID SUBMIT করতে ইচ্ছুক সেটিতে CLICK করুন।
  • তারপর আইডি NUMBER আর আইডিতে যে নামটা আছে সেটি এখন লিখুন যেসব আপনি লিখেছেন একবার সেগুলি ভালোভাবে CONFIRM করে নিন মার্ক করে দিয়ে SUBMIT করে দিন।
  • KYC VERIFICATION SUCCESFULL.

MINI KYC তে যে সুযোগ গুলি পাবেন না ?



  • প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি আপনার wallate এ অ্যাড করতে পারবেন না।
  • মিনি কেওয়াইসি তে আপনি টাকা bank to bank ট্রান্সফার করতে পারবেন না
  •  এর জন্য আপনাকে ফুল কেওয়াইসি করতে হবে|
  • এখানে আপনি বাকি সমস্ত  recharge গুলি করতে পারবেন।

FULL KYC কিভাবে করবেন ?


PAYTM এর ফুল কেওয়াইসি করার জন্য আপনাকে কোন পেটিএম এজেন্টের কাছে যেতে হবে।
 আপনি পেটিএম থেকে সার্চ করে দেখতে পারবেন কোথায় paytm agent কে পাবেন।
সেখানে আপনি তার MOBILE NUMBER ও পেয়ে যাবেন সেই অ্যাড্ড্রেসে আপনাকে যেতে হবে।
 সেখানে আপনার ADHAR CARD সঙ্গে নিয়ে যাবেন  তারা ফুল KYC করে দেবে।

CONCLUSION

আজকে  আমরা  জানলাম যে PAYTM কেওয়াইসি  কি  কিভাবে করবেন, এবং  কত রকমের হয়, MINI KYC  কি এবং এটি  করার ফলে কি সুবিধা পাবেন, FULL কেওয়াইসি  করার  ফলে কি কি সুবিধা পাবেন, সবকিছু বিস্তারিত  ভাবে  আলোচনা করা হয়েছে। কোনোরকম  সমস্যা  থাকলে আমাকে কমেন্ট  বাক্স  এ  জানাবেন।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন