Emergency call / insert sim / no service যদি মোবাইল এ দেখায় তাহলে করণীয় কি ?

Emergency call / insert sim / no service আপনার মোবাইল এর স্ক্রিন এ যদি এইরকম লেখা আসে তাহলে জেনে নিন কেন বা কিজন্য আসে এগুলো ?


এই  সমস্যার  মুখে  আমরা  প্রায় এ পরে থাকি | কিন্তু কেন এই সমস্যা গুলি আসে সেগুলো জানিনা আর আমরা চলে যায় রিপেয়ারিং স্টোরে | আজকে আমি এই বেপারে পুরো ডিটেলস দেব কেন বা কি কারণে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়।

Insert sim দেখলে করণীয় কি

আপনার মোবাইল এ যদি  Insert Sim  দেখায় | এমন দেখানোর কারণ আপনার Sim মোবাইল এ Support নেয়নি অথবা সিমটা মোবাইল এ ঠিকমতো লাগানো হয়নি এর কারণে এইরকম সমস্যা দেখা দেয়|
এটা দেখলেই আর একটা দিক লক্ষ্য করতে হবে যে সিম যেখানে লাগানো হয়েছে ওখানে( সিম ট্রে ) তে  ৬ টা পিন থাকে ওগুলো ভেঙে গেলে এই প্রব্লেম দেখাবে |

Emergency call দেখলে করণীয় কি

এই সমস্যাটা সবথেকে বেশি মোবাইল এ দেখা যায় |
যদি এমন টা দেখো তাহলে --
আপনার মোবাইল এর সেটিং  এ গিয়ে 
mobile networks এ যান 
তারপর search networks click করুন |
ওখানে কিছু operators এর নাম দেখাবে আর আপনার যে কোম্পানি এর সিম এ problem হয়েছে সেই কোম্পানি  সিলেক্ট করুন | দেখবেন prolem solve হয়ে যাবে |

 No service দেখলে করণীয় কি

আপনার মোবাইল এ যদি এটা দেখায় তাহলেও উপরের মতো same process follow করতে হবে যদি ঠিক না হয় তাহলে মোবাইল এ অন্য সিম লাগিয়ে দেখবেন একই সমস্যা দেখাচ্ছে কিনা যদি এম দেখায় তাহলে রিপেয়ারিং স্টোরে নিয়ে যেতে হবে মোবাইল খারাপ হয়ে যাওয়ার জন্যেও এমন দেখায় |



মন্তব্যসমূহ

  1. Amar phon a sim asche but kono network nai kono jagai call dile mobail network available ata ase

    উত্তরমুছুন
  2. amr emergency calls only dekaccha...sim card ak slot teke slot e change kore deklam,bt kno kaj hocchena...even other mobile o adjust kore deklam sim..bt same problem... Kivabe problem ta solve kora jai?

    উত্তরমুছুন
  3. Airtel sim এ emergency call দেখালে কি করতে হবে ?

    উত্তরমুছুন
  4. emergency calls only লিখা আশতাছে কিন্তু সিমে কোন নেটওয়ার্ক নেই কল আসে জায়না সিম চেনজ করে দেখছি সমাদান হেল্প প্রজোন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সিমে নেটওয়ার্ক পায় কিন্তু এমার্জেন্সী লেখা আসতেছে কি করবো

      মুছুন
  5. Amer
    Banglalink sime emergency call leka ase ami sattinge casta kore se kinto hoy na.
    Akon ki korbo plz help me

    উত্তরমুছুন
  6. আমার বাটন সেট ডায়েল কলে শুধু একটা নং আসে যে কেন নং কল দিলে ওই নং আসে কেনো

    উত্তরমুছুন
  7. network not on registered kano bolsa

    উত্তরমুছুন
  8. অন্য সিম ঠিক ভাবে চলতেছে কোন সমস্যা হচ্ছে না। এখন কি করনীয়

    উত্তরমুছুন
  9. emergency call only আসতেছে কি করব দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
  10. আমার সিমে নো সার্ভিস আসছে করনীয় কি

    উত্তরমুছুন
  11. টেলিটক এ নো সিগনাল কেন??

    উত্তরমুছুন
  12. emergency call only লেখা আমারো আসতেছে কি করনীয়

    উত্তরমুছুন
  13. 01965076429বাটন েফোনে লক দেখায়

    উত্তরমুছুন
  14. No service বাংলালিংক সিম এ দেখায় এখন কি করণীয়.?

    উত্তরমুছুন
  15. ফোন নতুন। অন্য সিম ঠিকই কাজ করতিছে কিন্তু রবিতে নো সার্ভিস দেখাচ্ছে তিন দিন ধরে। ঠিক হচ্ছে না এই প্রসেস ফলো করার পরও🙁

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন